কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজার এর বিচারক আখতার জাবেদ এ নির্দেশ দেন। জানা যায়, গত ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ঢোল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিক আহমদের বাড়ির নিকটে ছিল। তিনি কেন্দ্রে প্রভাব বিস্তার ও পরবর্তীতে ব্যালট বক্স ছিনতাইয়ের উদ্দেশে সমর্থকদের নিয়ে প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী ডিউটিতে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে রেখে রাস্তায় ব্যারিকেড ও আগুন জ্বালিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। এতে তাদের হামলায় দায়িত্বরত পুলিশ পরিদর্শক শাকিল হাসান আহত হন। এ ঘটনায় পুলিশ ২৯ এপ্রিল ঈদগাঁও থানায় মামলা দায়ের করে। জিআরও (পুলিশের উপ-পরিদর্শক) জাহাঙ্গীর হোসেন বলেন, এ মামলার আসামি রফিক আহমদ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক জামিন না-মঞ্জুর করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, চেয়ারম্যান রফিক টানা দ্বিতীয় বারের মত এবারও চেয়ারম্যান নির্বাচিত হন।
Leave a Reply