১৪ই জুন মঙ্গলবার বিকালে উখিয়া পূর্ব নির্ধারিত সময়ে নতুন যাত্রায় এক দল তরুণ গণমাধ্যম কর্মী ভাইদের নিয়ে নবীন প্রবীণ সমন্বয়ে কমিটি গঠন প্রক্রিয়ার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় ।
উক্ত আলোচনায় সাংবাদিকদের মর্যদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবাদিক ভাইদের ঐক্যের বড় প্রয়োজন বলে মনে করেন। ২০১৮ সাল যাত্রা শুরু করি সেই ধারাবাহিকতার লক্ষ্যে আমরা ২০২৪ সালের পর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে আজকের সভার আয়োজন,, ইনশাআল্লাহ উপস্থিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার সকলের সহযোগীতা ও সফলতা কামনা করছি।
::::::আজকে যারা উপস্থিত হয়েছি ::::
১.মোহাম্মদ ফরিদ আলম সিকদার ২.মোহাম্মদ কামাল উদ্দিন ৩.এম এ সাত্তার আজাদ ৪.মোহাম্মদ মাহমুদুল হক
৫.মোহাম্মদ কাসেদ নুর ৬.আবু বক্কর সিদ্দিক ৭.বাবুল ৮.ওসমান গনি ৯.মোহাম্মদ ইমরান১০.আব্দুল খালেক ১১.জাহেদ আলম১২. কফির উদ্দিন সহ উপস্থিত হয়ে সকলের মতামত ব্যক্ত করেন।সকলের একটাই দাবী একটি আদর্শ সাংবাদিক সংগঠনের মাধ্যমে সত্য উন্মোচনের জন্য সকলের ভালো বাসা সহযোগিতা একান্ত কামনা করেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতায়
উখিয়া সাংবাদিক ইউনিট।
Leave a Reply